Bangladesh

Today Madrasa students can even become Doctors, Engineers: Minister

Today Madrasa students can even become Doctors, Engineers: Minister

Bangladesh Live News | @banglalivenews | 19 May 2018, 09:34 am
ঢাকা, মে ১৯ঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মনে করেন যে বাংলাদেশে অবস্থিত বর্তমান মাদ্রাসাগুলিতে পড়েও ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ারের পাশাপাশি কবি-সাহিত্যিক হতে পারেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শুক্রবার সংগঠনটির সদস্যদের সন্তান যারা গত প্রাথমিক সমাপনী ও জেএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবার সময় এই মন্ত্রী এই মন্তব্যটি করেন।

 

“শিক্ষানীতি যখন প্রণয়ন করা হয় তখন এক শ্রেণির মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করেছিল- এই শিক্ষানীতি প্রবর্তন হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে," মন্ত্রী বলেন।

 

উনি বলেনঃ "কিন্তু আমরা লক্ষ করছি- মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়নি, বরং আগে মাদ্রাসাগুলোতে একটি ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, যে শিক্ষার মাধ্যমে শুধু তারা সিপারা পড়ানো ও কোরবানিতে গরু জবাই দেওয়া ছাড়া তাদের কোনো কাজ ছিল না।”

 

উনি বলেনঃ "আজকে যারা মাদ্রাসায় পড়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক সব কিছু হওয়ার সুযোগ আছে।"

 


উনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রথম যুগোপযোগী শিক্ষানীতি দেশের মাটিতে প্রয়োগ করেন।

 

উনি বলেন তার আগে শিক্ষানীতি  ছিল না।

 

নিজের সরকারের কথা বলে, মন্ত্রী জানানঃ "যাতে ছেলে-মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হতে পারে সেই ধারায় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে।”