Bangladesh

কৃষি উন্নয়ন তহবিল থেকে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ আরও চেয়ে আহ্বান শেখ হাসিনার

কৃষি উন্নয়ন তহবিল থেকে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ আরও চেয়ে আহ্বান শেখ হাসিনার

| | 13 Feb 2018, 05:41 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৩ঃ দেশের অর্থনীতির গতি ধরে রাখার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কৃষি উন্নয়ন তহবিল থেকে টেকসই গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ চেয়েছেন।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে ‘নাজুকতা থেকে দীর্ঘমেয়াদে তেজিভাব: টেকসই গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ’ শীর্ষক মূল প্রবন্ধে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই মন্তব্যটি করেছেন।

 

এই অধিবেশনের সভা বেসেছে রোমে।

 

এই মুহূর্তে রোম সফরে আছেন হাসিনা।

 

বক্তব্য রাখাস্র সময় উনি  বঙ্গবন্ধুসহ একাধিক আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া নানা পদক্ষেপগুলো তুলে ধরেন।

 

ওনার বক্তব্যে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জগুলোর বিষয়গুলিও উঠে আসে।

 

হাসিনা বলেনঃ "আমরা বিশ্বাস করি, দুর্যোগে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তৈরিতে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ অন্যতম প্রধান বিষয়। এবং আমরা বিশ্বাস করি, বৈশ্বিক অংশীদারিত্ব ও সহযোগিতা ছাড়া এটা অর্জন করা সম্ভব নয়।” 

 

সবাইকে আহ্বান করে উনি বলেনঃ " আমি আপনাদের সকলকে টেকসই গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান জানাই।”