Bangladesh

বিদেশে জিয়া পরিবারের সম্পদ নিয়ে তদন্ত চলছে, জানালেন হাসিনা

বিদেশে জিয়া পরিবারের সম্পদ নিয়ে তদন্ত চলছে, জানালেন হাসিনা

| | 13 Sep 2017, 11:23 am
ঢাকা, সেপ্টেম্বর ১৩ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন যে বি এন পি নেত্রী খালেদা জিয়ার বিদেশের সম্পদের খোঁজ বের করে তার সত্যতা জানতে পারলে তা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে ওনার সরকার।

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে জাতীয় পার্টির ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে নিজের উত্তর দেওয়ার সময় এই ঘোষণাটি করেছেন হাসিনা।

 

উনি জানান এই ব্বিশ্য তদন্ত চলছে।

 

প্রসঙ্গত, এক প্রতিবেদন উদ্ধৃত করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিদেশে সম্পত্তির ফিরিস্তি তুলে ধরে সে বিষয়ে সরকারের পদক্ষেপ কি নেওয়া হচ্ছে তা জানতে চান ফখরুল ইমাম।

 

হাসিনা বলেনঃ "তথ্যগুলো যখন বের হয়েছে, তখন নিশ্চয়ই আমাদের কাছে তা আছে। এটানিয়ে তদন্ত চলছে।"

 

উনি আরও বলেনঃ “এই তদন্তেরর মধ্য দিয়ে সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

 

ওনার সরকারের পদক্ষেপের বিষয়, হাসিনা আরও বিস্তারিত বলেনঃ "তদন্ত করে যখনই আমরা এই বিষয়ে সঠিক তথ্য পাবো.. নিশ্চয়ই তা ফেরত আনার ব্যবস্থা নেব। ইতোমধ্যে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। তদন্তের স্বার্থে সব আমি এই মুহূর্তে বলতে পারলাম না।"