Bangladesh

Tripura Speaker makes major announcement related to Bangladesh

Tripura Speaker makes major announcement related to Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 02 Nov 2019, 12:58 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২ : ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস বলেছেন, আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশে উগ্রপন্থীরা অতর্কিত হামলা করতো। বাংলাদেশের একটি সরকার তাদেরকে ‘প্রশ্রয়’ দিু। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশে উগ্রপন্থীরা থাকতো সব গুঁড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এ ঋণ অর্থের বিনিময়ে শোধ হবে না।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ঢাকায় সরকারি-বেসরকারি কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ’ ভারত চ্যাপ্টারের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

 

রেবতী মোহন দাস এ প্রতিনিধি দলের প্রধান। তিনি বলেন, আমরা চাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় এবং ঘনিষ্ঠ হোক। সেজন্য আমরা চাইছি সাংস্কতিক বিনিময়। প্রয়োজনে দুইপাড়ের কবি গোষ্ঠী মিলে বই প্রকাশ করবো। ঋদ্ধতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।


এ সময় চেকপোস্টে ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের নেতৃবৃন্দসহ আখাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।