Bangladesh

Two Rohingyas killed in Cox's Bazar gunfight
Wallpaper

Two Rohingyas killed in Cox's Bazar gunfight

Bangladesh Live News | @banglalivenews | 25 Jul 2020, 05:57 am
At least two Rohingyas have been killed in a gun fight, said Border Guard Bangladesh officials. Yaba and weapons have been recovered from the spot.

নিহতরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এইচ-৩৯ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে মোহাম্মদ ফেরদৌস (৩০) ও একই ক্যাম্পের এইচ-২০ ব্লকের বাসিন্দা ছৈয়দ আহমাদের ছেলে আব্দুস সালাম (৩৫)। বিজিবি বলছে, নিহতরা চিহ্নিত মাদক বিক্রেতা; তারা দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারে জড়িত।
ফয়সল বলেন, “মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেন। এক পর্যায়ে ২/৩ জন লোককে তীরে ভিড়তে দেখে তাদের থামার জন্য নির্দেশ দেয় বিজিবি। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও পাল্টা গুলি করে।

"এক পর্যায়ে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।"
এ ঘটনায় জিবির ৩ সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, ১ টি দেশীয় বন্দুক ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।