Bangladesh

জামাত নেতা সেলিম উদ্দিন গ্রেফতার

জামাত নেতা সেলিম উদ্দিন গ্রেফতার

| | 26 May 2013, 03:22 am
ঢাকা, মার্চ ৭: রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (আরএবি) শুক্রবার জামাত-এ-ইসলামীর দুজন উচ্চপদস্থ নেতাদের ঢাকার কার্বান বাজার থেকে গ্রেফতার করে।

 গ্রেফতারিত জামাত নেতারা হলেন সিটি ইউনিটের সহকারী মহাসচিব সেলিম উদ্দিন সেলিম ও উত্তরা থানা ইউনিটের নায়েব-এ-আমির মাহমুদুর রহমান, জানান আরএবি অধিকর্তা জিয়াউল আহসান।

 
আরএবি-২ অধিকর্তারা দুজন নেতাকে কার্বান বাজারের গার্ডেন রোড থেকে গ্রেফতার করে।
 
 আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ বুধবার তিন জামাত-এ-ইসলামী নেতার বিরুদ্ধে গ্রেফতারের ফরমান জারি করে ট্রাইবুনালের আদেশ অমান্য করার জন্য।
 
তিন নেতারা হলেন - জামাতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ, ও ঢাকা সিটি ইউনিটের সহকারী মহাসচিব সেলিম উদ্দিন।
 
চিফ জাস্টিস ওবাইদুল হাসানের নেতৃত্বে একটি তিন-সদস্যের প্যানেল কর্তৃপক্ষকে আদেশ দেন তিন নেতাকে ট্রাইব্যুনালের সামনে মার্চ ২১-এ হাজির করতে।
 
প্যানেলটি জানান তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারের ফরমান জারি করা হয়েছে কেননা তারা বুধবার, চতুর্থবারের জন্য ট্রাইব্যুনালের সামনে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন।
 
গ্রেফতারের ফরমান জারি করার আগে জামাত নেতাদের উকিলরা তাদের মোক্তারনামা প্রত্যাহার করে নেন এই বলে যে তারা তাদের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছেন না।