Bangladesh

বাংলাদেশের সাথে আকাশ পথে যোগাযোগ স্থাপন করতে ইচ্ছে প্রকাশ করেছে ভারতের আসম রাজ্যে

বাংলাদেশের সাথে আকাশ পথে যোগাযোগ স্থাপন করতে ইচ্ছে প্রকাশ করেছে ভারতের আসম রাজ্যে

| | 09 Mar 2018, 06:30 am
ঢাকা, মার্চ ৯ঃ ভারতের আসম রাজ্য বাংলাদেশের সাথে আকাশ পথে যোগাযোগ স্থাপন করতে ইচ্ছে প্রকাশ করেছে।

ভারত ফরে এসে, প্রথমে আসমে এসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

গুয়াহাটির ভিভান্তা বাই তাজ হোটেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন   আসামের রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

সেই সময় এই বিষয় আগ্রহ প্রকাহস করেন ভারতের দুই নেতা।

বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গতকাল হামিদ গুয়াহাটি পৌঁছেছিলেন।

রাজ্যপালের সাথে সাক্ষাৎ এর সময় হামিদ দুই দেশের মধ্যে সম্পর্কে আরও জোরদার করবার জন্য  জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে উদ্ধৃত করে লেখেনঃ "রাষ্ট্রপতি ও আসামের রাজ্যপাল দু’দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আকাশপথে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন।”  

রাজ্যপাল বলেন যে হামিদকে আসমে স্বাগত জানিয়ে ওনার রাজ্যের জনগণ আনন্দিত।

দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য হামিদকে অভিনন্দন জানান রাজ্যপাল।

এই সাক্ষাৎ এর সময় রাজ্যপাল  দু’দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগের উপরও জোর দিয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বিনিময় কার্যক্রম চালু করবার উপরেও জোড় দেন উনি।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও সাক্ষাৎ করেন হামিদের সাথে।

 প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে বলেছেন যে আসমের মুখ্যমন্ত্রী  বাণিজ্য-বিনিয়োগ ও পর্যটন সম্ভানাকে কাজে লাগাতে দুই দেশের মধ্যে সড়ক, নৌ ও আকাশ পাথে যোগাযোগ বাড়ানোর ওপর জোড় দেন।

রাষ্ট্রপতি বলেছেন দুই দেশের মধ্যে জনগণের  যোগাযোগ বৃদ্ধি পেলে উন্নয়নের মাত্রা বাড়বে।

 গুয়াহাটির কামাখ্যা মন্দির  এই সফরে পরিদর্শন করেছেন হামিদ।

ভারতে বিশ্বের ১২১টি দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দেওয়ার জন্য সফরে এসেছেন হামিদ। 

এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নিউ দিল্লিতে।

নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে