Bangladesh

সাউথ এশিয়া স্যাটেলাইটে যোগ দেওয়ার জন্য সই করল বাংলাদেশ, ভারত

সাউথ এশিয়া স্যাটেলাইটে যোগ দেওয়ার জন্য সই করল বাংলাদেশ, ভারত

| | 23 Mar 2017, 07:11 am
ঢাকা, মার্চ ২৩ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, বাংলাদেশ ভারতের উদ্যোগে মহাকাশে যে স্যাটেলাইট পাঠানো হবে তার অংশ নিতে চুক্তিবদ্ধ হয়েছে।

এই চুক্তিতে সই করেছেন বিটিআরসি কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও ভারত সরকারের পক্ষে বাংলাদেশে দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বাংলাদেশ ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এর ১২টি  ট্রান্সপন্ডারের মধ্যে বিনামূল্যে একটি পাবে।

এই তথ্যটি জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

এই উৎক্ষেপণের জন্য খরচ লাগবে ৪০ কোটি ডলার, জানালেন হর্ষ বর্ধন শ্রিংলা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেনঃ "এ যুগান্তকারী চুক্তির ফলে সার্ক অঞ্চল স্যাটেলাইটের মতো হাইটেক সহযোগিতায় যুক্ত হলাম।"