Bangladesh

মারাত্মক শক্তির ক্ষয় ঘটেছে জঙ্গিদের, জানালেন র‌্যাব ডিজি

মারাত্মক শক্তির ক্ষয় ঘটেছে জঙ্গিদের, জানালেন র‌্যাব ডিজি

| | 31 Aug 2017, 06:53 am
ঢাকা, আগস্ট ৩১ঃ র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মন্তব্য করেছেন যে গত বছর ঢাকায় রেস্তোরাঁয় হামলার ঘটনার পর থেকে লাগাতার চালানো অভিযানে বাংলাদেশে জঙ্গিরা বেশ দুর্বল হয়ে পড়েছে।

সর্বদা সতর্ক থাকার জন্য উপদেশ দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক।

উনি বলেন জঙ্গিদের নিয়ে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

"আতঙ্কিত হওয়ার কারণ নাই। কারণ আপনারা জেনেছেন যে জঙ্গিদের উপর আমাদের (আইন শৃঙ্খলাবাহিনী) একটা ভালো নজরদারি রয়েছে," উনি সাংবাদিকদের বুধবার বলেন।

আহমেদ জানান যে উনি মনে করেন যেঃ "গত এক বছরের তাদের মারাত্মক শক্তির ক্ষয় ঘটেছে।”

জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালানোর বিষয় উনি বলেনঃ "নির্মূল না করা পর্যন্ত কাজ করতে হবে। এটা আমাদের জাতীয় প্রয়াস।”

উনি বলেন দেশের নিরাপত্তারক্ষীরা সব ধরনের ঝুঁকি মাথায় রেখে  নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

গত বছর ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ২০ জন ব্যাক্তি প্রাণ হারান।

নিহতদের মধ্যে  বিদেশী নাগরিকরাও ছিলেন।