Bangladesh

UN Security Council team reaches Bangladesh to see condition of Rohingyas

UN Security Council team reaches Bangladesh to see condition of Rohingyas

Bangladesh Live News | @@banglalivenews | 28 Apr 2018, 08:36 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা। এপ্রিল ২৮ঃ রোহিঙ্গাদের অবস্থা দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল শনিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার পৌঁছেছেন।

সরাসরি কুয়েত থেকে আসা একটি চার্টার বিমানে যুক্তরাজ্যসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০ জন স্থায়ী প্রতিনিধি এবং পাঁচজন উপ স্থায়ী প্রতিনিধিসহ প্রায় ৩০ জন রয়েছেন ।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।


এইপ্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের কোনও প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। পেরুর স্থায়ী প্রতিনিধি বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতি। তিনি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে তাদের তিনটি বিষয়ের ওপর প্রেজেন্টেশন দেওয়া হবে। এর প্রথমটি থাকবে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, দ্বিতীয়টি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তৃতীয়টি প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি বিষয়ে।


রবিবার (২৯ এপ্রিল) সকালে প্রতিনিধিদল জিরো লাইনে অবস্থিত রোহিঙ্গাদের অবস্থা দেখতে যাবে।

 

এরপর বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থী শিবির কুতুপালং পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

 

বিকালে তারা ঢাকা আসবেন। পরদিন সোমবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধিদল। ওইদিনই তারা মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে মিয়ানমার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়াও তারা রাখাইনে ক্ষতিগ্রস্ত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন।