Bangladesh

শিক্ষক লাঞ্ছনার রিপোর্ট পাওয়ার সাথে সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষক লাঞ্ছনার রিপোর্ট পাওয়ার সাথে সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী

| | 19 May 2016, 12:14 am
ঢাকা, মে ১৮- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করবার ঘটনাকে আজ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  ‘কলঙ্কজনক’ বলে  মন্তব্য করেছেন।


উনি বলেন যে এই ঘটনা ঘিরে তদন্ত প্রতিবেদন পেলেই দোষীদের শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিকদের আজ মন্ত্রী বলেনঃ “শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশি মিলে আমরা একটা কমিটি করে দিয়েছি।"

“ফিরে এসে রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা বসব। রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব," উনি বলেন।

 সংবাদ মাধ্যমে সুত্রে খবর অনুযায়ী, প্রধান শিক্ষককে স্থানীয় সাংসদ সেলিম ওসমান  কান ধরিয়ে উঠ-বস করান।

এই ঘটনাটিকে দেশজুড়ে মানুষ সমালোচনা করেছেন।

 আজকে হাইকোর্ট এই বিষয় একটি রুল দিয়েছেন যেখানে বলা হয়েছে  যে কেন  ওসমানসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

এই প্রশ্নের উত্তর চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

 স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)কে দুই সপ্তাহের মধ্যে এই রুলের উত্তর দিতে সময় দেওয়া হয়েছে।