Bangladesh

US envoy presents his credentials to President Hamid

US envoy presents his credentials to President Hamid

| | 29 Nov 2018, 11:33 am
ঢাকা, নভেম্বর ২৯ঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র জমা দিয়েছেন।

বঙ্গভবনে আজ মিলার যান।

 

সেখানে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন উনি।

 

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, এই সাক্ষাৎ এর সময় হামিদ মিলারকে বলেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

 

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলেও উনি মন্তব্য করেন।

 

আজকের এই বিশেষ সাক্ষাৎ এর সময় রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন হামিদ।

 

এই সম্পর্ক  আরও সম্প্রসারিত হবে মিলারের সময় বলে আশা প্রকাশ করছেন হামিদ।

 

রোববার মিলার ঢাকায় এসে পৌঁছান।

 

তিন বছরের উপরে সময় ধরে বার্নিকাট বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের নেতৃত্ব দিয়েছেন।