Bangladesh

সব কিছুর জন্য বিএনপি কর্মীদের প্রস্তুত হতে বলেন জিয়া

সব কিছুর জন্য বিএনপি কর্মীদের প্রস্তুত হতে বলেন জিয়া

| | 24 Dec 2017, 10:40 am
ঢাকা, ডিসেম্বর ২৪ঃ বি এন পি নেত্রী খালেদা জিয়া নিজের দলের সদস্যদের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন করবার জন্য প্রস্তুত থাকতে বলেন।

মুক্তিযোদ্ধা দলের কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া দলের কর্মীদের এই আহ্বান করেছেন।

 

জিয়া বলেন  আওয়ামী লীগ, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন হতে পারেনা দেশে।

 

উনি বলেনঃ"আমাদের দাবি হচ্ছে, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে হলে শেখ হাসিনাকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে রেখে সুষ্ঠু নির্বাচন হবে না।”

 

উনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসতে চান ওনারা।

 

ওনার দল অশান্তি চায় না, এই বিষয়টি তুলে ধরে জিয়া বলেনঃ "আমরা চাই নির্বাচন করতে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে চাই। আমরা আপনাদের মতো বিনা ভোটে নয়। কাজেই সভা-সমাবেশ করার সুযোগ দিন এবং ঘরে-বাইরে উভয় জায়গায় সুযোগ দিন। আপনারা ভোট চাইছেন আর বিএনপি ঘরে বসেও সভা করতে পারবে না-এটা হতে পারে না। এসব বন্ধ করুন।”

 

জিয়া বলেনঃ "এই সংসদ ভেঙে দিতে হবে। এই সংসদ নির্বাচিত নয়। এদের অধীনে নির্বাচন হতে পারে না, হবে না। সেজন্য নিরপেক্ষ সরকার দরকার। যেহেতু তারাই নির্বাচিত সরকার নয়, তাহলে তারা কী করে দাবি করবে যে, নির্বাচিত সরকার না হলে সংবিধান লংঘন হচ্ছে। ক্ষমতাসীনরাই তো সংবিধান লংঘন করে ফেলেছে।”