Bangladesh

অঙ্গ আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয়ের বিষয়ের উপরে গুরুত্ব দিলেন হাসিনা

অঙ্গ আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয়ের বিষয়ের উপরে গুরুত্ব দিলেন হাসিনা

| | 15 Apr 2017, 11:07 am
ঢাকা, এপ্রিল ১৫ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার অঙ্গ আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয়ের বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন।

এই তিন অঙ্গকে একে অন্যের সম্পূরক হিসেবেই কাজ করতে হবে, জানিয়েছেন হাসিনা।

 

হাসিনা বলেছেনঃ "একে অপরকে অতিক্রম করবে না বা ক্ষমতার শক্তি দেখাবে না। ক্ষমতা কিন্তু কারও কম নয়।"

 

"এখন কে কাকে সম্মান করবে এবং কে কাকে করবে না, কে কার সিদ্ধান্ত মানবে আর কারটা নাকচ করবে—এই দ্বন্দ্বে যদি আমরা যাই; তাহলে কিন্তু একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না," প্রধানমন্ত্রী বলেছেন।

 

কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবন উদ্বোধনকালে  প্রধানমন্ত্রী আজকে এই কথাগুলি বলেছেন। হাসিনা আবার একবার আজ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসের বিরুদ্ধে মকাবিলার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

"পয়লা বৈশাখ উপলক্ষে নানা ধরনের হুমকি আমরা পেয়েছিলাম। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সক্রিয় থাকায় সমগ্র বাংলাদেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপিত হয়েছে," হাসিনা বলেন।