Bangladesh

আইনমন্ত্রী কাল সাংবাদিক সম্মেলনের ডাক দিলেন

আইনমন্ত্রী কাল সাংবাদিক সম্মেলনের ডাক দিলেন

| | 14 Oct 2017, 10:19 am
ঢাকা, অক্টোবর ১৪ঃ আইনমন্ত্রী আনিসুল হক আগামীকাল প্রধান বিচারপতি এস কে সিনহার একটি বক্তব্যে বিতর্কের ঝড় সৃষ্টি হওয়ার মাঝে সাংবাদিকদের সম্মুখীন হবেন রোববার।

রাষ্ট্রপতির কাছে ছুটির আবেদনে অসুস্থতার কথা লেখা হয়েছিল প্রধান বিচারপতির তরফ থেকে।


তবে, গতকাল দেশ ছাড়ার আগে, সাংবাদিকদের সিনহা জানান উনি সম্পূর্ণ সুস্থ আছেন।

 

আইনমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের বিষয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে শনিবার একটি আমন্ত্রণপত্র আজ পাঠানো হয়েছে সাংবাদিকদের।

 

“আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী আসিনুল হক ১৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে তার অফিস কক্ষে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন," পত্রে বলা হয়েছে।

 

ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

 

রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে সেই দেশে রওনা দিয়েছেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 


প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা ওনার সাথে বিমানবন্দরে গেছিলেন।

 

প্রসঙ্গত, গত পয়লা অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের জন্য ছুটির কথা জানিয়ে চিঠি লিখেছিলেন।

 

এখন ওনার ছুটি ১০ নভেম্বর পর্যন্ত।

 

সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে উনি সুস্থ আছেন।

 

"কিন্তু ইদানিং একটি রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী ও বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত," সংবাদ মাধ্যমকে উনি বলেছেন বলে জানা গেছে।

 

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে থাকা সিনহার ছুটি নেওয়ার বিষয়টি দেশে কিছুদিন ধরেই একটি আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছিল।

 

Image: Supreme Court of Bangladesh website