Bangladesh

চট্টগ্রামে গ্রেনেডসহ নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে গ্রেনেডসহ নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

| | 02 Jan 2018, 07:20 am
চট্টগ্রাম, জানুয়ারি ২ঃ পুলিশ সোমবার রাতে চট্টগ্রামে গ্রেনেডসহ নব্য জেএমবি এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছেন যে তারা  সদরঘাট থানায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল।


নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) হাসান মো. শওকতআলী এই গ্রেপ্তারের বিষয় সাংবাদিকদের জানানঃ "পুলিশের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা সদরঘাট থানাকে হামলার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল।"


"এরা নব্য জেএমবির একাংশ," উনি বলেন।


উনি আরও জানান যে গ্রেপ্তার দুই ব্যাক্তি আত্মঘাতী দলের সদস্য।


সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনি অভিযান চালিয়ে সোমবার রাতে এই দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে।


পুলিশ জানান যে এই দুই ব্যাক্তিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকার পোর্ট সিটি হাউজিং সোসাইটির ‘মিনু ভবনের’ পঞ্চম তলার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দুই ব্যাক্তির পরিচয় হল আশফাকুর রহমান ওরফে আবু মাহির আল বাঙালি ওরফে রাসেল ওরফে সেলেবি তিতুশ ও রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন আয়ুবী ওরফে আবু তাইছির আল বাঙালি ওরফে হাসান।

 

১০টি তাজা গ্রেনেড, দুটি স্কেচ ম্যাপ, দুটি সুইসাইড ভেল্ট এবং দুটি মোবাইল ফোন বাসা থেকে উদ্ধার করা হয়।