Bangladesh

উন্নতমানের পাটপণ্য তৈরির ওপর গুরুত্ব দিতে আহ্বান করলেন শেখ হাসিনা

উন্নতমানের পাটপণ্য তৈরির ওপর গুরুত্ব দিতে আহ্বান করলেন শেখ হাসিনা

| | 06 Mar 2018, 05:46 am
ঢাকা, মার্চ ৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন যে বাজার বৃদ্ধি করতে হলে উন্নতমানের পাটপণ্য তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই মন্তব্যটি করেছেন।

 

উনি বলেনঃ "পাটের বাজার এখন খুলে গেছে। যতই উন্নতমানের পণ্য তৈরি করতে পারব, ততই আমাদের বাজার বৃদ্ধি পাবে।”

 

পাটকে উনি দেশের এক বিশেষ সম্পদ বলে আখ্যা দেন।

 

আজকের এই বিশেষ দিনের কথা মাথায় রেখে হাসিনা  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন।

 

পরিবেশবান্ধব হওয়ার ফলে হাসিনা বলেন পাটের চাহিদা আজ আছে।

 

সচেতন মানুষের কথা তুলে ধরে, উনি বলেন, "পরিবেশবান্ধব পণ্য তারা চায়।"

 

নিজের বক্তব্যের পাটের উপকারিতার বিষয়টি তুলে ধরে, হাসিনা বলেন, " পাট সম্পূর্ণ পরিবেশবান্ধব। পাট একাধারে কৃষিপণ্য অপরদিকে শিল্পে ব্যবহার হয়। এর চাহিদা কখনো শেষ হতে পারে না।”

 

নতুন বাজার ধরবার বিষয়টি তুলে ধরে, উনি বলেনঃ "পাটের বহুমুখীকরণ করতে হবে। পাটের রপ্তানি বাড়াতে হবে। নতুন নতুন বাজার ধরতে হবে।”

 

খুলনায় চারটা এবং সিরাজগঞ্জে একটা বন্ধ পাটকল চালু করবার বিষয়টিও হাসিনা তুলে ধরেন।

 

"এই শিল্পটা আপনাকে সবরকম জীবন-জীবিকার সহায়তা দিচ্ছে। সে শিল্পটাকে বাঁচাতে হবে, তার উৎপাদন বাড়াতে হবে," উনি বলেন।

 

হাসিনা বলেন পাট শিল্পে নতুন মেশিন ব্যবহারের প্রয়োজন আছে।

 

হাসিনা আজকে মেলাটি প্রদর্শন করেছেন।