Bangladesh

ড. মুহম্মদ জাফর ইকবালের উপরে হামলার ঘটনার নিন্দা জানালেন শেখ হাসিনা

ড. মুহম্মদ জাফর ইকবালের উপরে হামলার ঘটনার নিন্দা জানালেন শেখ হাসিনা

| | 03 Mar 2018, 08:56 am
ঢাকা, মার্চ ৩ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপরে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে চিকিৎসার জন্য আনা হচ্ছে, প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

 

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে  আগে ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

হাসিনা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনায় জড়িত মানুষদের দ্রুত ধরতে নির্দেশ দিয়েছেন।

 

"প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি,” হাসিনা বলেন।

 

আজকে অধ্যাপকক হামলা করে এক তরুণ। তাঁকে পুলিশ আটক করেছে।

 

হামলার কারণ ও হামলাকারী সম্পর্কে এই মুহূর্তে তথ্য জানা যায়নি।

 

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে যে আজ  বিশ্ববিদ্যালয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে এই ঘটনাটি ঘটেছে।

 

ইকবাল চিরকাল  জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

 

আগেও ওনাকে হুমকি দেওয়া হয়েছিল।