Bangladesh

দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে, মতভিন্নতাও থাকতে পারেঃ পাকিস্তানের বিষয় বলেন হাসিনা

দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে, মতভিন্নতাও থাকতে পারেঃ পাকিস্তানের বিষয় বলেন হাসিনা

| | 02 Oct 2016, 01:00 pm
ঢাকা, অক্টোবর ২- বিদেশ সফর থেকে ফিরে এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন যে ঝগড়াঝাঁটি চললেও পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক চলবে।

উনি বলেন যে মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত হয় ও তাদের প্রিয়জনেদের বিচার হলে তারা তো 'কাঁদবেই'।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, হাসিনা বলেনঃ "দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। মতভিন্নতাও থাকতে পারে।"

 

"যারা পরাজিত, তারা কী বলল-তাতে কী আসে যায়?”উনি বলেন।

 

"তারা তাদের পেয়ারা বান্দাদের জন্য কাঁদছে। কিন্তু আমরা তো বিচার বন্ধ করিনি। বিচার চলছে," হাসিনা বলেন।

 

প্রধানমন্ত্রী পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয় আরও বলেনঃ "দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে।"

 

বিএনপির দিকে ইশারা করে উনি বলেন যে দলটি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিল তাদের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া উচিত।

 


হাসিনা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন যে সার্ক থাকবে কি না সেই বিষয় উনি মন্তব্য করতে পারেনা।

 

"আমি একক মতামত দিতে চাই না," উনি বলেন।

 

ভারত ও পাকিস্তানের মাঝে উরিতে সেনানিবাসে হামলার ঘটনার পরে উত্তপ্ত পরিবেশের বিষয় মন্তব্য করতে গিয়ে, হাসিনা বলেনঃ "আমরা চাই দুই দেশ নিজেরাই তাদের সমস্যার সমাধান করুক।"

 

উনি বলেন বাংলাদেশ যুদ্ধ চায় না।

 

কানাডা  ও যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে এসে হাসিনা আজ সাগবাদিকদের মুখোমুখি হন।