Bangladesh

নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে সরকার প্রস্তুত আছেন, জানালেন কামাল

নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে সরকার প্রস্তুত আছেন, জানালেন কামাল

| | 10 May 2016, 06:35 am
ঢাকা, মে ১০- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার জানিয়েছেন যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দেশের সরকার প্রস্তুত আছেন।

উনি বলেন যে  নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যেকোনো মুহূর্তে ওনার ফাঁসি কার্যকর হবে।

ফাঁসি কার্যকর করবার দিনের বিষয় ওনাকে সাংবাদিকেরা প্রশ্ন করলে উনি বলেনঃ "অপেক্ষা করুন।"

নিজামীকে  সোমবার কারাগারে তাঁর করা রিভিউ  খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছে।

 

এখন রাষ্ট্রপতির কাছে শুধু নিজের প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ আছে এই নেতার।

 

একটি গুরুত্বপূর্ণ আদেশে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন।

 

নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রইল।

 

আদেশটি  দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।