Bangladesh

সাত খুনের ঘটনার সাথে গডফাদাররা জড়িত: আইভী

সাত খুনের ঘটনার সাথে গডফাদাররা জড়িত: আইভী

| | 11 Aug 2014, 06:52 am
ঢাকা, আগস্ট ১১- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী সোমবার বলেন যে সাত খুনের ঘটনার সাথে 'গডফাদাররা' প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন।

 হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি আজ এই সাত খুনের ঘটনার বিষয়ে আইভীর বক্তব্য    নেয়।

"আমি এখনও মনে করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গডফাদাররা অপরাদ কাজ আর হত্যার সাথে জড়িত," আইভী  সাংবাদিকদের বলেন।

"নারায়ণগঞ্জের গডফাদার কারা সেটা শুধু নারায়ণগঞ্জবাসী না, সারা বাংলাদেশের সকলেই জানে তাদের," উনি বলেন।

এই ঘটনার বিচারের বিষয় উনি বলেন, "এই সরকারের আমলেই তিন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এই সরকারের আমলেই তদন্ত এগিয়ে যাচ্ছে। সরকার চাইলে বাকিরাও গ্রেপ্তার হবে।"

 গত মাসে হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

 আহসানকে  প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ  সাতজন গত  ২৭শে এপ্রিল  শহরের লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে  অপহরণ করা হয়।

কয়েকদিন পরে তাদের দেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।