Bangladesh

বিদ্যুৎ ব্যবহারে আরও মানুষকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানালেন হাসিনা

বিদ্যুৎ ব্যবহারে আরও মানুষকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানালেন হাসিনা

| | 12 Apr 2018, 07:37 am
ঢাকা, এপ্রিল ১২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
"আমরা চাই আমাদের দেশের মানুষ বিদ্যুৎ যথাযথভাবে ব্যবহার করুক,"হাসিনা বলেন।


উনি বলেন বিদ্যুৎ তৈরি করতে অনেক অর্থ লাগে।


 "বিদ্যুৎ উৎপাদন করতে অনেক টাকা খরচ হয়। উৎপাদন খরচের চেয়ে আপনাদের কাছ থেকে কম টাকা নেয়া হয়,"মানুষকে উনি বলেন।


আরও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করে হাসিনা এই মন্তব্যগুলি করেছেন।


মানুষকে আহ্বান করে হাসিনা বলেনঃ"সেজন্য আপনাদের বলব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। কত স্বল্প ব্যবহার করে আপনার চাহিদা পূরণ করতে পারবেন সেদিকে আপনাদের যত্নবান হতে হবে।”

আজকের উদ্বোধনগুলি হাসিনা  গণভবনের এ অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন।

হাইনা বলেন দেশের এখন বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হল ১৬ হাজার ৪৫৬ মেগাওয়াট।

উনি বলেন ২০০৯ সালে তা ছিল  ৪৯৪২ মেগাওয়াট।

দেশের মানুষকে আনন্দের খবর দিয়ে উনি বলেন ১৩৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের জন্য প্রস্তুত হয়ে উদ্বোধনের অপেক্ষায় আছে।

উনি বলেন ওনার সরকারের লক্ষ্য হল এই বছরের মধ্যে  ৪৬০টি উপজেলাকে শতাভাগ বিদ্যুতায়নের আওতায় আনার।

উনি বলেন ওনার সরকার  পরিকল্পনামাফিক বিদ্যুৎ উৎপাদনের কাজ করছে।

হাসিনা দেশের মানুষকে জানান যে ওনার সরকারের প্রতিকল্পনা হল  ২০২১ সালে মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা।