Bangladesh

ঘূর্ণিঝড়ঃ নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড়ঃ নৌ চলাচল বন্ধ

| | 29 May 2017, 07:54 am
ঢাকা, মে ২৯ঃ দেশজুড়ে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে, নৌযান চলাচল বাংলাদেশে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে।

আজকে এই বিষয় ঘোষণাটি করেছেন

বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন আজকে সাংবাদিকদের এই বিষয় জানিয়েছেন।

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’।

সঠিক পদক্ষেপ হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনকে যে তারা যেন উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান।


ঘূর্ণিঝড় বিষয়, ইতিমধ্যে, স্থানীয় প্রশাসন ১৯ জেলায় সভা করেছে।

বহু জায়গায়, বাসিন্দাদের মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবের দায়িত্বে থাকা এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা সাংবাদিকদের জানিয়েছেন যে স্থানীয় প্রশাসনকে মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

"সন্ধ্যার আগেই তাদের নিরাপদ স্থানে নিয়ে আসা হবে," সাংবাদিকদের উনি বলেন।

"জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই সতর্ক আছেন," উনি বলেন।

উনি আরও জানান যে খাদ্যের সমস্যা হবে না।

আবহাওয়া অধিদপ্তর আজ জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

ঝড়ের জেরে বহু জেলায় যেমন কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশংকা করছেন দেশের আবহাওয়া অধিদপ্তর।

 

Image: FIle of Cyclone