Bangladesh

ব্লগার হত্যাঃ দুই আসামি আট দিনের রিমান্ডে পাঠালো আদালত

ব্লগার হত্যাঃ দুই আসামি আট দিনের রিমান্ডে পাঠালো আদালত

| | 14 Aug 2015, 06:49 am
ঢাকা, আগস্ট ১৪- ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের শুক্রবার দেশের এক আদালত আট দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।

 

এই আদেশটি দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মোল্লা সাইফুল ইসলাম।

 

দুইজনকেই আজ আদালতে হাজির করা হয়েছিল।

 

পুলিশ ১০ দিনে রিমান্ড চাইলেও, এই ঘটনায় শুনানির শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ।

 

"এদের মধ্যে সন্ধ্যা ১৯.০৫ টায় মাসুম রানাকে মিরপুর কালশীতে অবস্থিত পূরবী সিনেমা হলের সামনে থেকে এবং একইদিন রাত আনুমানিক ২১.৩০ টায় উত্তরা ৭ নং সেক্টরের কল্যাণ সমিতি পার্কের সামনে হতে সাদ আল নাহিয়ানকে গ্রেফতার করা হয়," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে পুলিশ।

 


প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে, তাহারা দুজনই আনসারুল্লা বাংলা টিমের সদস্য।

 


"পূর্বে সাদ আল নাহিয়ান ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিল। আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আজ ১৪/০৮/১৫ তারিখ ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে," জানায় পুলিশ।

 

উল্লেখ্য, ব্লগার নীলাদ্রী চ্যাটার্জি ওরফে নিলয় গত আগস্ট ৭ তারিখ পূর্ব গোড়ান নিজ ভাড়া বাসায় অজ্ঞাতনামা ৪ জন সন্ত্রাসী কর্তৃক নিহত হন।

 

"সন্ত্রাসীরা তাকে ছোরা ও চাপাতি দিয়ে গলায়, ঘাড়ে, পিঠে এলোপাতাড়িভাবে কুপিয়ে একাধিক রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে আনুমানিক ১৩.২০ ঘটিকার মধ্যে দ্রুত মৃতের বাসা হতে বের হয়ে যায়। এ সময় তার স্ত্রীকে বেডরুম সংলগ্ন বারান্দায় সন্ত্রাসীরা আটকিয়ে রাখে। নীলয় ফেসবুক ও নানা রকম ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। নিলয়ের স্ত্রী আশামনি ০৭/০৮/২০১৫ তারিখ সময় ২৩.৫৫ ঘটিকায় খিলগাঁও থানায় হাজির হয়ে এই ঘটনা সম্পর্কে এজাহার দায়ের করে। যার মামলা নং-১১, তারিখ-০৭/০৮/২০১৫ খ্রি," জানায় পুলিশ।