Bangladesh

War Crime: Ex-addl IGP arrested

War Crime: Ex-addl IGP arrested

| | 24 Apr 2018, 09:02 am
ঢাকা, এপ্রিল ২৪ঃ পুলিশ আজ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করেছে।

গুলশানের বারিধারার বাসা  পুলিশ এই ব্যাক্তিকে গ্রেপ্তার করে।

 

এর আগে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক  অপরাধ ট্রাইবুনাল পরোয়ানা জারি করেছিল।

 

ট্রাইব্যুনালে গ্রেপ্তার ব্যাক্তিকে হাজির করা হবে বুধবার, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

প্রসঙ্গত,  মুক্তিযুদ্ধের সময় হক ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য।

 

নিজের জীবনে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ  করেছেন।

 

উনি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

নব্বইয়ের দশকে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় দায়িত্বেও ছিলেন গ্রেপ্তার ব্যাক্তি হক।

 

ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে  নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর রংপুর ক্যান্টনমেন্টে হত্যা, গণহত্যা চালিয়েছিলেন আসামি মুহাম্মদ ওয়াহিদুল হক।

 

সেই সময় উনি ছিলেন পাকিস্তান আর্মির সদস্য।

 

ঘটনাগুলি ঘটেছিল ১৯৭১ সালে।