Bangladesh

Where will the Mayor candidate cast their votes
Amirul Momenin

Where will the Mayor candidate cast their votes

Bangladesh Live News | @banglalivenews | 31 Jan 2020, 11:02 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ১ : রাত পোহালেই ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন। ইতোমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ধানমন্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন ভোট দেবেন শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন লালবাগের আমলিগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।


ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুলে ভোট দেবেন।


দুই সিটি করপোরেশনে প্রধান প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মিডিয়া উইং সূত্রে জানা গেছে, প্রার্থীরা সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরে তারা ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন।


এছাড়া ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।