Bangladesh

দেশের মাটিতে উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষকে আহ্বান করলেন শেখ হাসিনা

দেশের মাটিতে উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষকে আহ্বান করলেন শেখ হাসিনা

| | 07 Mar 2018, 09:44 am
ঢাকা, মার্চ ৭ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মানুষকে আহ্বান করেছেন তারা যেন এই দেশের মাটিতে উন্নয়ন ধারা বজায় রাখার চেষ্টা করেন।

আর এই আহ্বান হাসিন করেন এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে-  সোহরাওয়ার্দী উদ্যানে।

 

এই স্থানেই হাসিনার বাবা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ৪০ বছর আগে ডাক দিয়েছিলেন  স্বাধীনতার জন্য সংগ্রামের  জন্য।

 

আজ হাসিনা সেই স্থানে বলেনঃ "গ্রামগঞ্জের মানুষের কাছে উন্নয়নের কথা জানাতে হবে। আমাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।"

 

আজ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হল বিশ্ব ঐতিহ্যের অংশ।

 

সাতই মার্চের সেই ভাষণ উপলক্ষে আজ  সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ আয়োজন করা হয়েছিল।

 

হাসিনা বলেন এই দেশে অন্য দল ক্ষমতায় এলে নিজেদের ভালো করলেও দেশের উন্নয়ন করেনি।

 

নিজের আওয়ামী লীগের কথা তুলে ধরে উনি বলেনঃ " আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী মাসেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশ যেন কারও কাছে ভিক্ষা করে না চলে, তার ব্যবস্থা করছি। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।"

 

বিএনপিকে হামলা করে হাসিনা বলেন দেশের মানুষকে দেখতে হবে যে 'যুদ্ধাপরাধী ও খুনিরা' যেন এই দেশে ক্ষমতায় না আসে।

 

" যারা এতিমের টাকা চুরি করে, যারা আগুন দিয়ে মানুষ পোড়ায়, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তারা যেন দেশকে আর ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে," হাসিনা বলেন।

 

প্রসঙ্গত, বিএনপি নেত্রী এই মুহূর্তে দুর্নীতি মামলায় কারাগারে আছেন।

 

কড়া নিরাপত্তার মধ্যে, ফেব্রুয়ারি ৮ দেশের এক আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

 

এই রায়  দিয়েছেন পুরান বকশীবাজারে জনাকীর্ণ আদালতে খালেদার উপস্থিতিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।

 


রায়কে ঘিরে দেশজুড়ে ছিল টান টান উত্তেজনা।

 

দেশের বিভিন্ন প্রান্তে এই দিনকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।

 

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের এই মামলায় আদালত দিয়েছেন  দশ বছরের কারাদণ্ড।

 


বিচারক এই মামলায় প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করেছে।

 

ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় জিয়াকে।