Bangladesh

Will bring Tarique Rahman to country: Hasina

Will bring Tarique Rahman to country: Hasina

| | 21 Apr 2018, 10:00 pm
লন্ডন, এপ্রিল ২২ঃ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁকে ফৌজদারি অপরাধের দায়ে বিচারের জন্য বাংলাদেশে নিয়ে আসার সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

হাসিনা বলেন যে রহমানের প্রত্যর্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছেন উনি।

 

"আমরা তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি," উনি বলেন।

 

হাসিনা এই কথাগুলি  এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন।

 

"আমরা তাকে (তারক রহমানকে) দেশে ফিরিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং সে তাঁর কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে," হাসিনা বলেন।

 

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

 

হাসিনা বলেনঃ "তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরনের অপরাধ করছে, চিন্তা করে দেখুন কত বড় সন্ত্রাসী সে।"

 

লন্ডন হাইকমিশনে বিএনপির সন্ত্রাসীদের ভাঙচুরের বিষয়টিও উনি নিজের বক্তব্যে তুলে ধরেন।

 

হাসিনা এই মুহূর্তে লন্ডন সফরে আছেন।