Bangladesh

Will implement 5G technology if voted to power again: Joy

Will implement 5G technology if voted to power again: Joy

Bangladesh Live News | @banglalivenews | 25 Jul 2018, 09:45 am
ঢাকা, জুলাই ২৫ঃ আবার ক্ষমতায় এলে বাংলাদেশের মাটিতে পঞ্চম প্রজন্মের (ফাইভ জি) মোবাইল ফোন সেবা চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার ঢাকার  হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ ফাইভ জি সামিটে নিজের বক্তব্য রাখার সময় এই বিষয়টি তুলে ধরেন জয়।

 

"ফাইভ জি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম দিকেই থাকবে," উনি বলেন।

 

“ইতোমধ্যে আমরা ফাইভ জি নিয়ে আলোচনা শুরু করেছি। যদি দেশের মানুষ ভোট দিয়ে আমাদের আবারও ক্ষমতায় আনে তবে আমরা বাংলাদেশে ফাইভ জি চালু করব," উনি আরও বলেন।

 

প্রসঙ্গত, ১৯৯০ সালে  টুজি প্রযুক্তির মোবাইল ফোন সেবা চালু হয়েছিল এই দেশে।

 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ২০১৩ সালে চালু হয়  থ্রিজি সেবা।

 

এই বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানুষ ফোরজি পরিষেবা ব্যবহার করবার সুবিধা পান।

 

আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের মাটিতে প্রথমবারের জন্য  ফাইভ জি প্রযুক্তি প্রদর্শন করে হুয়াওয়ে।

 

সজীব ওয়াজেদ জয় এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

 

জয় বলেন গত দশ বছরে মোবাইল পরিষেবার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করেছে।

 

"আমরা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমরা কোথায় আছি দেখুন! গত পাঁচ বছরের মধ্যে ইন্টারনেটের মূল্য ৯৯ শতাংশ কমাতে আমি রেগুলেটরদের ওপর চাপ দিয়েছি। এখন বিশ্বের মধ্যে বাংলাদেশে ইন্টারনেটের মূল্য সবচেয়ে কম," জয় বলেন।

 


ফোরজি সেবার কথা তুলে ধরে, উনি বলেনঃ "আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।”

 

Image: Wikimedia Commons