Bangladesh

সাড়ে পাঁচ কেজি সোনা জব্দ হল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে

সাড়ে পাঁচ কেজি সোনা জব্দ হল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে

| | 10 Mar 2018, 06:36 am
ঢাকা, মার্চ ১০ঃ শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মীরা জানিয়েছেন যে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রী ও উড়োজাহাজের আসনের নিচ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

এই সনাগুলি জব্দ করা হয়েছে  শনিবার সকালে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট থেকে, এক কর্মী জানান।

 

শুল্ক গোয়েন্দারা এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ছয়জন ব্যাক্তিকে আটক করেছে।

 

যে সনাগুলি জব্দ করা হয়েছে তার ওজন পাঁচ কেজি ৫৯৮ গ্রাম।


গোয়েন্দারা জানিয়েছেন যে এই সোনার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা।

 

গোয়েন্দারা জানিয়েছেন খবর থাকায় ফ্লাইটে গিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়।

 

তল্লাশি চালানোর সময়  জেদ্দা থেকে চট্টগ্রামে আসা একজনের শরীর থেকে ১০ টি সোনার বার পাওয়া যায়।


পরে, বিমানে একটি আসনের নিচে ও সিট কাভারের ভেতরে বাকি বারগুলো উদ্ধার করে গোয়েন্দারা।

 

আটক ব্যাক্তিদের পরিচয় এখনও জানা যায়নি।

 

Image: Wikimedia Commons