Bangladesh

Won't lower our heads: Fakhrul

Won't lower our heads: Fakhrul

Bangladesh Live News | @banglalivenews | 20 Dec 2018, 05:34 am
ঢাকা, ডিসেম্বর ২০: জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেব, আমরা মাথা নত করব না। জনগণ যদি জেগে উঠে তাহলে অস্ত্র দিয়ে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমরা এদেশের মানুষ, আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়ান তাহলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। বুধবার বিকেলে কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর পক্ষে জেলার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে ধানের শীষ জয়ী না হলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে না। তাই আমরা দেশের গণতন্ত্রের মুক্তির জন্য নির্বাচনে গিয়েছি। নির্বাচনে ধানের শীষ জয়ী না হলে দেশমাতা খালেদা জিয়ার মুক্তি হবে না। তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা যাবে না। ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীসহ দেশের কারাবন্দি নেতাকর্মীরা মুক্তি পাবে না। জনগণকে আজ সংগঠিত হতে হবে।

 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কামান-ট্যাংক দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারেনি, এখন স্বাধীন দেশে সরকার চাইছে জনগণকে দমিয়ে রাখতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ জেগে উঠেছে। এদেশের মালিক আপনারা, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়। তাই ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তির জন্য আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাই।

 

বিএনপি মহাসচিব বলেন, সরকার মিথ্যা ও ভৌতিক মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুরে রেখেছে। গুম-খুন নির্যাতন ও মামলা হামলায় কোটি মানুষের চোখের জলে ভেসে যাচ্ছে আজ বাংলাদেশ। তাই আপনাদের যতই বিপদ আসুক, যতই ভয় দেখাক আর যুই হুমকি ধমকি দিক আপনারা মাঠ ছেড়ে যাবেন না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ জেগে উঠেছে, দাবি উঠেছে এ সরকার আমরা চাই না, পরিবর্তন চাই।

 

তিনি আরও বলেন, পুলিশের কর্মকর্তারা অত্যাচার করছে, গ্রেফতার করে হাত-পা ভেঙে দিচ্ছে, গুলি করছে। এ নির্যাতন বন্ধ করুন, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন। এ সময় নাঙ্গলকোট থানার ওসির প্রত্যাহার দাবি করেন মির্জা ফখরুল।