Bangladesh

বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবার একবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে চলেছেন মোঃ আবদুল হামিদ

বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবার একবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে চলেছেন মোঃ আবদুল হামিদ

| | 06 Feb 2018, 04:59 am
ঢাকা, ফেব্রুয়ারি ৬ঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আবার এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হতে চলেছেন।

আরও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, রাষ্ট্রপতি হিসেবে ওনার নির্বাচিত হওয়া এখন শুধু সময়ের অপক্ষা।


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী,  এই গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল সোমবার বিকেল ৪ টে।

 

এখনও পর্যন্ত  ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আবদুল হামিদের মনোনয়নপত্র জমা পড়েছে।

 

আর একটিও মনোনয়নপত্র জমা হয়নি।

 

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্মকর্তা’ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে গিয়ে হামিদের মনোনয়নপত্র জমা দেন।

 

ইসির জনসংযোগ পরিচালক (যুগ্ম-সচিব) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এই বিষয় জানিয়েছেনঃ "একমাত্র প্রার্থী হওয়ায় ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষার পর আইন-বিধি অনুযায়ী বিনা প্রতিদ্বন্দী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে।”

 

প্রসঙ্গত,  বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর থেকে দেখা গেছে যে রাষ্ট্রপতির ক্ষেত্রে শুধুমাত্র ১৯৯১ সালেই  নির্বাচন হয়েছিল।

 

অন্যবার,  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি।

 

আবদুল হামিদ টানা দ্বিতীয়বারের জন্য এই পদে নির্বাচিত হতে চলেছেন।

 

এই প্রথমবার কেউ টানা দুইবারের মেয়াদে রাষ্ট্রপতি পরে নির্বাচিত হবেন।


এই দেশে  মাত্র দুই বারই রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করা যেতে পারে।

 

সেই ক্ষেত্রে, এটি হবে ওনার শেষ রাষ্ট্রপতির পদে শেষ মেয়াদ।

 

এই নির্বাচনের বিষয় সাংবাদিকদের  ওবায়দুল কাদের বলেন, “আমাদের কাছে আছে অনেকেই। আমাদের কাছে মনে হচ্ছে, তিনিই জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য, জনগণের কাছে সর্বজন শ্রদ্ধেয়।"

 

" “রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি হবে না, দেশের রাষ্ট্রপতি। কাজেই ওই ধরনের একজন মানুষকেই খুঁজে নিয়েছি। জনগণের চিন্তা-ভাবনা, চোখের ভাষায় আবদুল হামিদই সর্বাধিক প্রত্যাশিত," উনি বলেন।

 

হামিদ এই নির্বাচনের শেষে হবেন দেশের  একুশতম রাষ্ট্রপতি।

 

উনি নিজের রাজনৈতিক জীবনে স্পিকারের পদেও দায়িত্ব সামলেছিলেন।