Bangladesh

নিউ দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

নিউ দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

| | 11 Mar 2018, 11:17 am
নিউ দিল্লি, মার্চ ১১ঃ নিউ দিল্লিতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সাথে বৈঠক করেন।

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, এই বৈঠকে মোদী রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে তিস্তার পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে নয়া দিল্লি সচেষ্ট রয়েছে।


এখনও পর্যন্ত এই চুক্তির বিষয়টি ঝুলে রয়েছে।

 

সঠিক দিশায় এখনও এগোয়নি এই চুক্তি।

 

মমতার আপত্তিতে এই চুক্তি এখনও আটকে আছে।

 

উনি দাবি করেছেন যে বাংলাদেশে পানি দিলে ওনার রাজ্য পর্যাপ্ত পরিমানে পানি পাবে না।

 

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে বলেছেন যে রাষ্ট্রপতি এই তিস্তার পানি বণ্টনের বিষয়টি মোদীর সাথে বৈঠকের সময় তোলেন।

 

উনি বলেন মোদী জানান যে ওনার সরকার  এ ব্যাপারে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে।

 

মোদী বলেছেন যে উনি সকলকে নিয়ে এই বিষয়টির সমাধানে পৌঁছাতে চান।

 

বৈঠকের সময় মোদী রাষ্ট্রপতিকে দ্বিতীয়বারের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

 

নিউ দিল্লি পৌঁছানোর আগে হামিদ  আসাম ও মেঘালয়ের সফরে গেছিলেন।

 

হামিদ বলেন যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়।

 

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়টিও হামিদ মোদীর কাছে বলেন ও সহযোগিতা চান।

 

মোদী এই সময় বলেন যে এই বিষয় মিয়ানমারের সাথে ওনার সরকারের আলোচনা হয়েছে।

 

এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে সহযোগিতা করবার আশ্বাস দেন মোদী।