Bangladesh

ছাত্র হিসেবে আমি ছিলাম রামছাত্রঃ রাষ্ট্রপতি বলেন নিজের মজার বক্তব্যে

ছাত্র হিসেবে আমি ছিলাম রামছাত্রঃ রাষ্ট্রপতি বলেন নিজের মজার বক্তব্যে

| | 07 Jan 2018, 10:26 am
কুষ্টিয়া, জানুয়ারি ৭ঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তনে যোগ দিয়ে বেশ কিছু মজার কথা বলেন।

লিখিত বক্তব্যের বাইরে এই কথাগুলি বলায়, হলে আজ ওঠে হাসির রোল।

 

হামিদ নিজেকে ছাত্র হিসেবে 'রামছাত্র' বলে আখ্যা দেন।

 

নিজের কুষ্টিয়াতে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে, হামিদ বলেনঃ "কুষ্টিয়ার প্রতি আমার একটা অন্য আকর্ষণও ছিল, যার জন্য আমাকে আসতে হয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, থাকছে। আমারও এই কুষ্টিয়ায় চার মাসের কয়েক দিন বেশি থাকার সুযোগ এবং সৌভাগ্য হয়েছিল।"

 

মজার এক প্রসঙ্গে উনি বলেনঃ "আমি ছাত্র হিসাবে ছিলাম একেবারে রামছাত্র। এত সাজায়ে গুছায়ে বলার দক্ষতা আমার নাই।"

 

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।