Bangladesh

খালেদা প্রণবের সাথে নয়া দিল্লীতে দেখা করেন

খালেদা প্রণবের সাথে নয়া দিল্লীতে দেখা করেন

| | 25 May 2013, 12:56 pm
নয়া দিল্লী, নভেম্বর ৩: বাংলাদেশের প্রধান বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার আজ সকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করেন নয়া দিল্লীতে।
সরকারী সুত্র অনুযায়ী, খালেদা তাঁর ভারত সফর শেষ করে ঢাকা ফেরার আগে খুব কম সময়ের জন্য প্রণবের সাথে দেখা করেন।
 
প্রণবের সাথে খালেদার তাঁর ভারতে আসার প্রথম দিনই দেখা করার কথা ছিল। কিন্তু সেই বৈঠক পরে বাতিল করা হয়।
 
প্রণব খালেদাকে স্বাগত জানান ও তাঁর ভারত সফর কেমন কাটল এবং আজমের ভ্রমণ কেমন হোল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। 
 
তিনি বলেন যে বাংলাদেশের প্রাধানমন্ত্রী থাকাকালীন ও প্রধান বিরোধী নেত্রী হিসেবে দেশের উন্নতিসাধনে অবদানের জন্য ভারত খালেদাকে সন্মান করে।
 
তিনি খালেদাকে বলেন যে বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী ও ভারত বাংলাদেশের সাথে তার সম্বন্ধকে সর্বচ্চ গুরুত্ব দেয়।
 
খালেদা জানান তাঁর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিদেশ মন্ত্রী সলমান খুরশিদের সাথে বৈঠক সফল হয়েছে।
 
প্রণব খালেদার সাথে আগেও তাঁর কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে বলেন যে খালেদা ক্ষমতায় থাকাকালীন তাঁর সাথে দুবার কাজ করার সন্মান পেয়েছিলেন তিনি।
 
রাষ্ট্রপতি বলেন ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করার প্রচন্ড সম্ভবনা আছে।
 
তিনি জানান ভারত বাংলাদেশের সমস্ত সমস্যা দূর করার জন্য সাহায্য করতে প্রস্তুত।
 
খালেদাও তাঁর সাথে প্রণবের আগের বৈঠকগুলি স্মরণ করে বলেন তাঁর দল বাংলাদেশ ন্যাশানালিশট পার্টি ভারতের সাথে সব ক্ষেত্রে সম্বন্ধ সুদৃঢ় করতে চায়।