Bangladesh

ডিজিটাল নিরাপত্তা আইনে অনুমোদন দিল সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনে অনুমোদন দিল সরকার

| | 29 Jan 2018, 06:35 am
ঢাকা, জানুয়ারি ২৯ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সরকার তথ্য প্রযুক্তি আইনের সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত করে সেগুলোর বিস্তারিত বিন্যাস সংযোজনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাবে নিজেদের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮’ এর খসড়াটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওনার কার্যালয়ে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আজ এই গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন নতুন আইন পাস হলে তাতে তথ্য প্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হয়ে যাবে।

 

উনি জানান যে নতুন আইনে  জামিনযোগ্য ও জামিন অযোগ্য বেশ কিছু ধারা রয়েছে।

 

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেয়েছিল ২২ আগস্ট ২০১৬ সালে।

 

আলম জানিয়েছেন নতুন আইনে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন বিষয় মাথায় রেখে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তির বিধান রাখা হচ্ছে।