Bangladesh

সঙ্গু নদী সেতু উদ্বোধনে হাসিনা

সঙ্গু নদী সেতু উদ্বোধনে হাসিনা

| | 25 May 2013, 01:38 pm
ঢাকা, নভেম্বর ১৭: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সঙ্গু নদীর ওপর দুটি নব-নির্মিত সেতুর উদ্বোধন করেন।
আর্মি ইঞ্জিনিয়ারিং করপস-এর তদারকিতে, ৳ ২৬ কোটি খরচ করে, এই দুই সেতু নির্মাণ করা হয়েছে চিম্বুক-রুমা ও চিম্বুক-থাঞ্চি রাস্তায়।
সেতু দুটি বানান হয়েছে দেশে পর্যটনের উন্নতি ও বন্দারবনের মানুষদের অর্থ-সামাজিক অগ্রগতির জন্য।
রুমা সেতুটি ২১৭.১৫ মিটার লম্বা ও থাঞ্চি সেতুটি ২১৬.৪৪ মিটার দীর্ঘ। 
সেতু উদ্বোধনের পর হাসিনা বলেন এখন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস-এ শান্তি ফিরে এসেছে।
"এই দুই সেতু চট্টগ্রাম হিল ট্র্যাক্টস-এ প্রত্যন্ত এলাকাগুলির সংযোজক হিসেবে কাজ করবে ও সেখানকার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করবে," হাসিনা বলেন।
"এই সেতুগুলি কৃষি পণ্যগুলি বিপণন কেন্দ্র নিয়ে জেতে সাহায্য করবে। একই সাথে পাহাড়ি মানুষদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সেবাব্যবস্থা পৌঁছে দেবে," তিনি বলেন।