Bangladesh

সাইবার নিরাপত্তা বাড়ানোয় জোড় দিতে বলেন হাসিনা

সাইবার নিরাপত্তা বাড়ানোয় জোড় দিতে বলেন হাসিনা

| | 19 Oct 2016, 10:58 am
ঢাকা, অক্টোবর ১৯- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয় জোড় দিয়েছেন।


উনি বলেন যে সাইবার নিরাপত্তা বিষয়ে  দেশকে আরও সক্ষমতা বাড়াতে হবে।

 

দেশকে সতর্ক করে, হাসিনা বলেনঃ "ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।"


উনি বলেনঃ "এজন্য সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।"

 

প্রধানমন্ত্রী জানান যে ওনার সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৬ প্রণয়ন করবে।

 

"আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি," হাসিনা বলেন।


"তার আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইন্সিডেন্স রেসপন্স টিম প্রতিষ্ঠা এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করবে," জানান প্রধানমন্ত্রী।

 

হাসিনা জানান যে স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উড্ডয়নের কাজ চলছে।

 

এই কথাগুলি প্রধানমন্ত্রী আজকে তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় বলেছেন।