Bangladesh

চলে গেলেন বাঙালির বন্ধু ফাদার মারিনো রিগন

চলে গেলেন বাঙালির বন্ধু ফাদার মারিনো রিগন

| | 21 Oct 2017, 06:06 am
ঢাকা, অক্টোবর ২১ঃ এই দেশের মানুষকে কাঁদিয়ে, চলে গেলেন বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন।

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে ইতালির ভিচেঞ্চায় চিকিৎসাধীন উনি চলে যান।


ফেইসবুক লাইভে এসে রবীশঙ্কর মৈত্রী গতকাল রাতে এই বিষয়টি জানিয়েছেন।

 ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিসের জন্ম নিয়েছিলেন ফাদার।

বাংলাদেশে খ্রিষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন ১৯৫৩ সালে।

উনি এই দেশের হলদিবুনিয়া গ্রামে বহুদিন বসবাস করেছিলেন।

এই দেশে, ধর্মের গন্ডি থেকে উঠে গিয়ে মানুষের জন্য দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, চিকিৎসা সেবা ও দুঃস্থ নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন ফাদার।

স্বাধীনতার যুদ্ধ চলাকালীন উনি  অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা করেছিলেন।

ওনাকে বাংলাদেশের সরকার ২০০৯ সালে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছিলেন।

নিজের জীবনে, ইতালিতে রবীন্দ্র অধ্যয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন ফাদার।

শুধু তাই নয়, ওনার হাতে ইতালীয় ভাষায় অনূদিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিসহ প্রায় ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের ৩৫০টি গান, জসীম উদদীনের নকশীকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট ছাড়াও এ দেশের গুরুত্বপূর্ণ কবিদের অনেক কবিতা।

বাংলা শিল্প-সাহিত্য বিপুল পরিমানে গবেষণা করেছিলেন উনি।