Bangladesh

ছাত্রলীগের দুই নেতা সম্মেলনের পক্ষে কথা বলায় 'হামলার শিকার'

ছাত্রলীগের দুই নেতা সম্মেলনের পক্ষে কথা বলায় 'হামলার শিকার'

| | 10 Mar 2018, 09:01 am
ঢাকা, মার্চ ১০ঃ এক বিচিত্র ঘটনায়, ছাত্রলীগের সম্মেলন বিরোধী অংশ তিনজন সম্মেলনের পক্ষে কথা বলায় বেদম প্রহার দিয়েছে।

সম্মেলনবিরোধী অংশের  মানুষেরাই এই রক্তাক্ত মারপিটের ঘটনায় ব্যস্ত হন, সংবাদ মাধ্যম সুত্রে জানা যায়।

 

আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সামনে ছাত্রলীগের সম্মেলন নিয়ে মল চত্বরে গতকাল দুপুরে এই ঘটনা ঘটেছে।

 

সম্মেলন হবে না এই ঘোষণা আসার পরে শুরু হয় এই রক্তাক্ত ঘটনা।

 

সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মিশকাত হোসেন ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন এবং ছাত্রলীগের কর্মী স্যার এ এফ রহমান হলের সাগর রহমান এই ঘটনায় আহত হয়েছেন।

 

তিনজনের মধ্যে  হামলায় মিশকাত ও সাগরের এই ঘটনায় মাথা ফেটে যায়, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।


নির্দেশদাতা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাগর, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদ হলেন এই ঘটনায় মূল অভিযুক্ত।

 

সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ারের অনুরাগী হলেন এই দুই ব্যাক্তি।

 

মো. ইমরান হোসেন সাগর  অভিযোগগুলি মিথ্যে বলেছেন।

 

কামাল উদ্দিন  সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শুক্রবার  সূর্যসেন হল থেকে খাওয়া শেষে বেরোনোর সময় হলের ছাত্রলীগের সভাপতি সারোয়ার আহমেদের অনুসারী ২০-২৫জন নেতাকর্মী সাগরের ওপরে হামলা চালান।


সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ার সাংবাদিকদের বলেছেন যে যে ব্যাক্তিরা এই মারপিটের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Image: Wikimedia Commons