Bangladesh

পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি, জানালেন মন্ত্রী

পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি, জানালেন মন্ত্রী

| | 20 Jan 2018, 10:00 am
ঢাকা, জানুয়ারি ২০ঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বলেছেন যে দেশের বহু অপেক্ষিত পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি হয়ে গেছে।

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন করবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে মন্ত্রী এই মন্তব্য করেন।

 

চলতি সপ্তাহে সেতুর দ্বিতীয় স্প্যান বসবে বলে জানান উনি।

 

‘যথাসময়ে’  এই সেতু নির্মাণের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  আরও জানান যে এই সেতুর নির্মাণকাজের অগ্রগতি দেখতে আগামী মাসে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যানটি বাসনো হয়েছিল এই সেতুতে।

 

মোট ৪১টি স্প্যান বসানো হবে এই সেতুতে।

 

চীনে তৈরি হচ্ছে এই স্প্যানের অংশগুলি।