Bangladesh

এখন ছিন্ন হবে না পাকিস্তানের সাথে সম্পর্কঃ বাংলাদেশ

এখন ছিন্ন হবে না পাকিস্তানের সাথে সম্পর্কঃ বাংলাদেশ

| | 02 Feb 2016, 10:05 am
ঢাকা, ফেব্রুয়ারি ২- পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বলেছেন যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে না।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলবার সময় মন্ত্রী বলেনঃ "নাপড়েন হলেই যে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয়।"

 

উনি বলেন যে যুদ্ধ চলবার সময়েও অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকে।

 

"আপাতত কিছু করতে চাচ্ছি না। ভবিষ্যৎ বলে দেবে এটা কোন দিকে যাবে," মন্ত্রী বলেন।

 

আলী  এই কথাগুলি এমন সময় বলেন যখন ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের পার্সোনাল স্টাফ (পিও) জাহাঙ্গীর হোসেন কিছু ক্ষণের জন্য নিখোঁজ হওয়ায় আবার দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়।

 


প্রসঙ্গত, পাকিস্তান দূতাবাসের এক কর্মীকে আটকের পরপরই পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সেই কর্মী নিখোঁজ হয়েছিলেন।

 

পরে, পাকিস্তান দূতাবাসের কর্মীকে ছাড়ার পরে  জাহাঙ্গীর হোসেনকেও পাওয়া যায় বলে সংবাদ সুত্রের খবর অনুযায়ী জানা গেছে।