Bangladesh

নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে ডাক দিলেন প্রধানমন্ত্রী

নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে ডাক দিলেন প্রধানমন্ত্রী

| | 08 Sep 2016, 07:14 am
ঢাকা, সেপ্টেম্বর ৮- বাংলাদেশের মাটি থেকে নিরক্ষরতামুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণীর
মানুষকে এগিয়ে আসতে আহ্বান করেছেন।


সবাইকে নিজের এলাকায় পদক্ষেপ নিতে বলেন উনি।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে উনি এই কথাগুলি বলেছেন।

"সকলের কাছে আমি আহ্বান জানাব যে, প্রত্যেকে যদি উদ্যোগ নেন যে, আপনার নিজ নিজ এলাকায় একজনও নিরক্ষর থাকবে না," হাসিনা বলেন।

"সকলের উদ্যোগেই কিন্তু আমরা এ দেশকে গড়ে তুলতে পারি," হাসিনা বলেন।

" খুব দ্রুত আমরা এই দেশকে নিরক্ষরমুক্ত ঘোষণা দিতে পারব," হাসিনা বলেন।

উনি দেশের মানুষকে মনে করিয়ে দেন যে ১৯৯৬ এ সরকার গঠনের পরে মাত্র পাঁচ বছরে ৪৫ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ বাড়াতে পেরেছিলেন শিক্ষার হার।

দেশের শিক্ষকদের উদ্দেশ্যে উনি বলেনঃ "আমাদের ছেলে-মেয়েদের যথাযথ নীতি ও মূল্যবোধের চর্চা শিখিয়ে প্রত্যেকটা শিশুকে আদর্শ নাগরিক হিসেবে আপনারা গড়ে তুলবেন।"