Bangladesh

দুর্গা পুজাঃ রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে নির্দেশ দিল সরকার

দুর্গা পুজাঃ রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে নির্দেশ দিল সরকার

| | 17 Sep 2017, 09:49 am
ঢাকা, সেপ্টেম্বর ১৭ঃ আজ দেশের সরকার জানিয়ে দিয়েছেন যে আসন্ন দুর্গা পূজার শেষে প্রতিমা বিসর্জন রাত আটটার মধ্যে সম্পন্ন করতে হবে।

সরকার মণ্ডপপ্রাঙ্গণে মেলাও নিষিদ্ধ করেছেন।

 

আজকে এই বিষয়গুলি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে এক বৈঠকে সময়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী এই সভার শেষে এই বিষয়গুলি সাংবাদিকদের জানিয়েছেন।

 

ঢাকা মহানগরীতে ২৩১টি পূজামণ্ডপ হতে চলেছে।

 

মন্ত্রী জানান নিরাপত্তার দিকে লক্ষ্য রাখা হবে।

 

উনি বলেন ঢাকার বড় আটটি পুজায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।

 

মন্ত্রী আরও বলেন যে সারা দেশে এই বছর ৩০ হাজার ৭৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

 

“এ বছর রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে বলা হয়েছে। মণ্ডপের আশেপাশে, রাস্তায় কোন মেলা করা যাবে না," মন্ত্রী সাংবাদিকদের জানান।

 

পুজোমণ্ডপে আতশবাজি না ফোটানোর  নির্দেশ দেওয়া হয়েছে দেশের মানুষকে।

 

মন্ত্রী বলেনঃ "কোনো ধরনের আতশবাজি না করতে নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছি আমরা।”

 

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে দুর্গা পুজা।

 

২৬ সেপ্টেম্বর পুজা শুরু হয় তা বিসর্জনের মধ্যে দিয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে।