Bangladesh

Yasin wants to gift her boat to Sheikh Hasina

Yasin wants to gift her boat to Sheikh Hasina

Bangladesh Live News | @banglalivenews | 02 Nov 2018, 07:19 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২ : নান্দনিক ডিজাইনে তৈরি করা কাঠের নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান ময়মনসিংহের ভালুকার কাঠ মিস্ত্রি ইয়াসিন।

প্রায় এক বছর ধরে আওয়ামী লীগ নেতাদের কাছে ধর্ণা দিয়ে প্রধানমন্ত্রীর সংগে দেখা করতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইয়াসিনকে কিছুটা আশার বাণী শুনিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


কাঠ মিস্ত্রি মো.ইয়াসিন বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কাছ থেকে এক নজর দেখার জন্য নৌকা তৈরির পরিকল্পনা করি। দুই বছরে ‘একাশি গাছ’ এর কাঠ দিয়ে প্রতিদিন রাত জেগে ১০ টি নৌকা তৈরি করেছি। জনুয়ারী মাস থেকে বিভিন্ন নেতার কাছে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার কথা বললেও তারা শুধু আমাকে আশ্বাস দিয়েছে শেখ হাসিনার সংগে দেখা করিয়ে দেবে কিন্তু তা আর সম্ভব হয়নি।

 

এখন নৌকাগুলো নিয়ে খুব সমস্যায় পড়েছি। নৌকাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে না দিতে পারলে মরেও শান্তি পাব না। ময়মনসিংহে প্রধানমন্ত্রী আসছে শুনে মনটা ভরে গেছে। তবে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেবেন। কখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব অপেক্ষায় বসে আছি।’


কাঠমিস্ত্রি ইয়াসিনের স্ত্রী রোকেয়া আক্তার বলেন, ‘ছোটকাল থেকেই আমার স্বামী শেখ হাসিনার ভক্ত। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সে দুই বছরে ১০টি কঠের নৌকা তৈরি করেছে। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কোন ভাবেই সে দেখা করতে পারছেনা। সেই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছে আমার স্বামী। কোন কাজ কর্ম করে না। তিন মেয়ে নিয়ে অভাবের সংসারে ভাড়া বাসায় থেকে আমরা খুব কষ্টে দিন যাপন করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে নৌকাগুলো তুলে দিলেই সংসারে শান্তি ফিরে আসবে।’


ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘নৌকা তৈরির বিষয়টি প্রশংসনীয়। ইয়াসিন অনেক বার আমার কাছে এসেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করিয়ে দেয়ার আবদার নিয়ে। এনিয়ে আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি। আমার মাধ্যমে একটি নৌকা সে ডা.দীপু মনিকে দিয়েছে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে ইয়াসিনকে সাক্ষাত করিয়ে দেওয়ার।’