Bangladesh

আজ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে স্মার্টকার্ড

আজ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে স্মার্টকার্ড

| | 03 Oct 2016, 12:09 pm
ঢাকা, অক্টোবর ৩ঃ সোমবার দেশের সাধারণ ভোটারদের মধ‌্যে উন্নতমানের এ জাতীয় পরিচয়পত্র বিতরণ করবার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ সকাল নয়টার থেকে নির্বাচন কমিশন উত্তর সিটি করপোরেশনের একটি ও দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে নির্ধারিত ক্যাম্পে এই বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে।

 

গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই  জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছিল।

 


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ রোববার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর হাতে স্মার্টকার্ড তুলে দেন।

 

বঙ্গভবনে এই হস্তান্তর অনুষ্ঠানটি হয়।

 

এই গুরুত্বপূর্ণ দিনে,   সিইসি আজ রাষ্ট্রপতিকে জাতীয় পরিচয়পত্র বিতরণসংক্রান্ত বহু তথ্য  অবহিত  করেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এই সাক্ষাৎ এর বিষয় সাংবাদিকদের জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমটি দেশের মাটিতে উদ্বোধন করেন।

 

ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

সেইখানে, অনুষ্ঠানে যোগ দিয়ে, হাসিনা বলেনঃ " জাতীয় জীবনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।"