Bangladesh

বিএনপি নেতার জামিনের আর্জি খারিজ

বিএনপি নেতার জামিনের আর্জি খারিজ

| | 25 May 2013, 04:52 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১২: অগাস্ট ২১, ২০০৪-এ আওয়ামী লীগ মিছিলে গ্রেনেড আক্রমণের মামলায় অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ও প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টুকে একটি চাঁদাবাজির মামলায় সোমবার একটি টাঙ্গাইল আদালতে তোলা হয়।

 সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মখলেসুর রহমান তাঁর জামিনের আর্জি খারিজ করেন ও ঘোষণা করেন যে এই মামলায় পরবর্তী শুনানি এপ্রিল ২৫-এ হবে।

 
আওয়ামী লীগ সদস্য জাহিদুল ইসলাম ভুঁইয়া ওরফে লেবু পিণ্টু ও আরও ১০জনের বিরুদ্ধে ভুয়াপুর হানায় একটি মামলা দায়ের করে গত অক্টোবর ১৩।
 
ভুঁইয়া তাঁর অভিযোগপত্রে লেখেন যে পিণ্টুর নির্দেশে ১০জন \'গুন্ডা\' অক্টোবর ১, ২০০১-এ জবরদস্তি তাঁর বাড়িতে ঢুকে পড়ে ও তাঁর স্ত্রী ফ্লোরা বেগমের কাছ থেকে ৳ ৩ লাখ চায়। ফ্লোরা টাকা দিতে না চাইলে তারা তাঁর বাড়ি ভাংচুর করে ও টাকা ও অন্যান্য দামী জিনিসপত্র নিয়ে পালায়।
 
শনিবার রাতে পিণ্টুকে এই মামলার শুনানির জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি জেল-ভ্যানে টাঙ্গাইল নিয়ে আসা হয়।
 
পুলিশের সুত্র অনুযায়ী, এই মামলায় আটজন হাই কোর্ট থেকে জামিন পেয়ে গেছে ও বাকি ২জন এই মুহূর্তে বাংলাদেশের বাইরে আছে।