Bangladesh

 চা-দোকানি বাবুল হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

চা-দোকানি বাবুল হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

| | 08 Feb 2016, 05:21 am
ঢাকা, ফেব্রুয়ারি ৮- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এক চা-দোকানি বাবুল মাতবরকে হত্যার ঘটনার মামলাটিকে তদন্তের দায়িত্ব পেয়েছেন।

এই হত্যার ঘটনায় পুলিশ জড়িত আছেন এমন অভিযোগ উঠেছে।

সোমবার এই মামলার দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে মিরপুরের গুদারা ঘাট এলাকায় চা বিক্রতা বাবুলের দোকানে অগ্নিদগ্ধ হয়ে তারপরে হাসপাতালে মারা যাওয়াকে কেন্দ্র করে এই সিধান্ত নেওয়া হয়েছে।

চা বিক্রেতার বাড়ির লোক জানিয়েছেন যে চাঁদা না পেয়ে পুলিশ বাবুলের দোকানের কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করবার পরে কেরোসিন ছিটকে গিয়ে বাবুল অগ্নিদগ্ধ হয়েছিলেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান।

তবে শাহআলী থানার পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।