Bangladesh

ডিএমপি'র ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিএমপি'র ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

| | 09 Jul 2015, 11:44 am
ঢাকা, জুলাই ৯- পুলিশ বৃহস্পতিবার জানিয়েছেন যে ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

"আজ ০৯/০৭/২০১৫ খ্রি. তারিখ ডিএমপি’র ভ্রাম্যমান আদালত নিউমার্কেট থানা এলাকার ৭টি ফাস্টফুড ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

এ সময় ৭টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ কুদ্দুস।

 

 

এ প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাজা প্রদান করা হয়।

 

এ সময় রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ২৫০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। উল্লেখ্য অভিযানটি বেলা ২.৪৫ থেকে বিকেল ৫.২৫ পর্যন্ত পরিচালিত হয়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের জানিয়েছেন যে ভ্রাম্যমান আদালত কর্তৃক এরূপ অভিযান অব্যাহত থাকবে।