Bangladesh

বরিশাল-চট্টগ্রাম অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’, সতর্ক প্রশাসন

বরিশাল-চট্টগ্রাম অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’, সতর্ক প্রশাসন

| | 20 May 2016, 11:26 pm
ঢাকা, মে ২১- সমস্যা বাড়িয়ে দিয়ে, ‘রোয়ানু’ ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে ও আজ দুপুরেই বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

আজ সকাল থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝোড়ো বাতাস বইছে।


আবহাওয়া অধিদপ্তর নিজেদের বুলেটিনে  জানিয়েছেন যে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার হতে ও তা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়া আশঙ্কা আছে।

 

ঝড়ের জন্য সাত নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে।

 

খুলনা, সাতক্ষীরা ও এই অঞ্চলের অদূরবর্তী আর দ্বীপ ও চরগুলো সাত নম্বর বিপৎসংকেতে দেখাতে বলা হয়েছে।

 

আজ সকাল ছয়টায় দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৫৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ২৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল।

 

ঢাকা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে।